২৫ নভেম্বর থেকে বিধানসভায় শীতকালীন অধিবেশন
TODAYS বাংলা: শীঘ্রই শুরু হবে শীতকালীন অধিবেশন। জল্পনা চলছিল এমনটা। কিন্তু, কবে থেকে সেই তারিখ জানা যাচ্ছিল না। সূত্রের খবর, যা ঠিক হয়েছে তাতে জানা যাচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে বিধানসভায় শীতকালীন অধিবেশনে শুরু হতে চলেছে। যেখানে আবাস যোজনা নিয়ে কেন্দ্রীয় বঞ্চনা আর রাজ্য সরকারের ইতিবাচক ভূমিকা নিয়ে প্রস্তাব আনবে রাজ্য সরকার। সেই সঙ্গে ১০০ দিনের কাজে কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও প্রস্তাব আনবে রাজ্য সরকার। আপাতত স্থির হয়েছে সাত থেকে দশ দিন চলবে এই অধিবেশন। শেষ বিধানসভার অধিবেশনে অপরাজিতা বিল পাশ হয়েছিল।যদিও তা এখনও আইন হয়নি। রাষ্ট্রপতির কাছে সেই বিল পড়ে রয়েছে। তা নিয়ে এবার অধিবেশনে ফের নতুন কোনও কথা ওঠে কিনা সেদিকে নজর রাজনৈতিক মহলের।