৩৯ পল্লী দুর্গোৎসব কমিটি – এর এবারের থিম ‘অধিকার’
TODAYS বাংলা: ৩৯ পল্লী দুর্গোৎসব কমিটি এবারে ৫৪ বর্ষে পদার্পণ করল। আগের বছর তাদের থিম ছিল “চালুনি”। তবে এবারে তাদের থিম হল ‘অধিকার’। তাদের এই থিমের ভাবনার কারণ কৃষকরা যুগ যুগ ধরে তাদের অধিকারের লড়াই করে আসছেন, অত্যাচারিত হচ্ছেন সেটাই তুলে ধরার চেষ্টা করছেন তারা। ২৮ জুলাই থেকে তাদের প্যান্ডেলের কাজ শুরু হয়ে যায়। আলোকসজ্জায় রয়েছেন মনোজ। শিল্পী হিসেবে রয়েছেন থিম শিল্পী সোমনাথ দাস । এছাড়া বিশেষ অনুষ্ঠান এর আয়োজন করা হবে তার মধ্যে রয়েছে উদ্বোধনের দিন কালচারাল প্রোগ্রাম।