৮ মাসের অন্তঃসত্ত্বা শুভশ্রী, এর মাঝেই চুটিয়ে সিঁদুর খেললেন অভিনেত্রী!
দশমীর দিন শুভশ্রী আরবানা আবাসনে গিয়ে জমিয়ে সিঁদুর খেললেন। সঙ্গে ছিলেন তাঁর স্বামী রাজ চক্রবর্তী এবং ছেলে যুবান।
পুজোর সময় শুভশ্রী ঘরে বসে থাকলেন না। তিনি বেবি বাম্প নিয়ে ঠাকুর দেখলেন, ঢাক বাজালেন, ছেলে যুবানের সঙ্গে খুনসুটি করলেন। পুজোর আড্ডায় পরম ও রুদ্রনীলের গানের সঙ্গে গলা মেলালেন।
রাজ চক্রবর্তী ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে সবাইকে শুভ বিজয়ার শুভেচ্ছা জানালেন। ছবিতে রাজ, শুভশ্রী ও যুবান একসাথে সিঁদুর খেলছেন।
শুভশ্রী গঙ্গোপাধ্যায় বর্তমানে ৮ মাসের অন্তঃসত্ত্বা। দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ উপভোগ করছেন অভিনেত্রী। নভেম্বর মাসের শেষের দিকেই তাঁদের পরিবারে যোগ দিতে চলেছে নতুন সদস্য। তা নিয়ে বেশ উচ্ছ্বসিত রাজ-শুভশ্রী।