৯৭ পল্লী চন্ডিতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি – এর এবারের থিম ‘শঙ্খচিলে ভাসিয়ে ডানা’
TODAYS বাংলা: ৯৭ পল্লী চন্ডিতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি ৭৮ তম বর্ষে পদার্পণ করেছে। আগের বছর তাদের থিম ছিল “সাবেকি”। তবে এবারে তাদের থিম হল ‘শঙ্খচিলে ভাসিয়ে ডানা’। তাদের এই থিমের ভাবনার কারণ হিন্দু ধর্মের বিভিন্ন কর্মকান্ডের সাথে শঙ্খ ওতোপ্রতোভাবে জড়িত। হিন্দু সধবা রমণীরা হাতে শঙ্খ দিয়ে তৈরী “শাখা” পরে। হিন্দু ধর্মে শঙ্খের ধ্বনি পবিত্র বলে ধরা হয়। কবি যেমন শঙ্খচিলের ডানায় ভর করে এপার ওপার বাংলায় ভেসে বেরানোর স্বপ্ন দেখেছিলেন, তারাও সেই স্বপ্নের ডানায় ভর করেই এক অন্য আঙ্গিকে মন্ডপ সজ্জ্যায় ব্রতি হয়েছেন। সেপ্টেম্বর থেকে প্যান্ডেলের কাজ শুরু হয়ে যায়।আলোকসজ্জায় রয়েছেন রবীন্দ্রনাথ দে । শিল্পী হিসেবে রয়েছেন ভাবনা ও রূপায়নে-শঙ্কর দে, প্রতিমা-দীপেন মন্ডল, আবহ-শিল্পী ভার্মা। এছাড়া বিশেষ অনুষ্ঠান এর আয়োজন করা হবে সপ্তমী থেকে দশমী।
