বেলেঘাটা সেবক সংঘ- এর এবারের থিম ‘অন্তর্নিহিত শান্তির সন্ধানে’
TODAYS বাংলা: বেলেঘাটা সেবক সংঘ এবারে ৭৬ তম বর্ষে পদার্পণ করল। আগের বছর তাদের থিম ছিল “মায়ের আঁচল”। তবে এবারে তাদের থিম হল ‘ অন্তর্নিহিত শান্তির সন্ধানে’। তাদের এই থিমের ভাবনার কারণ ব্যক্তির নিজের মনের অন্তরে গভীরতম জায়গা থেকে শান্তির খোঁজ হলো তাদের বিষয়। দুই মাস আগে থেকে তাদের প্যান্ডেলের কাজ শুরু হয়ে যায়। আলোকসজ্জায় অমর দাস , শিল্পী হিসেবে রয়েছেন ভাবনা রূপায়নে – গৌরব চক্রবর্তী, সংযুক্তা মান্না ও অনির্বাণ সারা।