ঢাকুরিয়া প্রগতি সংঘ – এর এবারের থিম ‘চিরন্তনী’
TODAYS বাংলা: ঢাকুরিয়া প্রগতি সংঘ ৬২ তম বর্ষে পদার্পণ করেছে। এবারে তাদের থিম হল ‘ চিরন্তনী ‘। থিমের এই ভাবনার কারণ সময়ের সাথে সাথে বদলেছে দুর্গা পুজোর মানচিত্র, বদলেছে দুর্গার রূপ,বর্তমান প্রজন্ম জানেনা দুর্গা রাজবাড়ির আঙিনা পেড়িয়ে ঘরে ঘরে কিভাবে প্রবেশ করলো। Woodcut print বা lithograph এর মাধ্যমে দুর্গার বাঙালির ঘরে ঘরে যে চিরন্তন রূপ প্রকাশিত হল, সেই রূপ কেই ফুটিয়ে তোলা হচ্ছে আমাদের এবারের ভাবনা “চিরন্তনী” র মধ্যে দিয়ে।’। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে থেকে প্যান্ডেলের কাজ শুরু হয়ে যায়।আলোকসজ্জায় রয়েছেন এস বি ইলেকট্রিক কলকাতা। শিল্পী অভীক বড়াল প্রতিমা শিল্পী কৌশিক পাল , কুমারটুলি।