March 29, 2024 | Friday | 1:53 PM

চলচ্চিত্র জগতে পর্দাপন: নতুন প্রকল্প ,নতুন প্রজন্ম

0

প্রীতি পাত্র: রবীন্দ্রনাথ ঠাকুর, যার কবিতা গল্প পড়ে আমরা সবাই ছোটো থেকে বড়ো হয়েছি। শুধু ভারতে নয় পুরো বিশ্বে তিনি তার লেখার জন্য বিখ্যাত। তার লেখা কিন্তু শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। তার অনেক লেখা নিয়েই তৈরি হয়েছে চলচ্চিত্র, তাদের মধ্যে উল্লেখযোগ্য হল কাদম্বিনী , চোখের বালি। কিন্তু তার লেখা দুটি বিখ‍্যাত উপন্যাস জীবিত মৃত ও রক্ত করবী এখন পর্যন্ত কোনো চলচ্চিত্রের রূপধারন করেননি। তার কারন হয়তো রবীন্দ্রনাথ ঠাকুরের এই উপন্যাস গুলিও চলচ্চিত্রের আকারে দর্শকদের কাছে তুলে ধরা যায় তা কেউ ভাবেননি বা তুলে ধরা সম্ভব হয়নি।

কিন্তু এবার সেই না ভাবা ভাবনা গুলো নিয়েই জীবিত মৃত ও রক্ত করবী উপন‍্যাসকে চলচ্চিত্রের আকারে দর্শকদের কাছে তুলে ধরতে নয়া উদ্যোগ ‘এনলাইটেন ইন্ডিয়া প্রোডাকশন’ -এর। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই দুটি বিখ‍্যাত উপন্যাসকে মানুষের মনে সতেজ করে তুলতে নতুন পদক্ষেপ ‘এনলাইটেন ইন্ডিয়া প্রোডাকশন’ -এর। ইতিমধ্যেই শুরু হয়েছে চলচ্চিত্রের প্রি -প্রোডাকশনের কাজ। ২১ মার্চ থেকে শুরু হতে চলছে এই চলচ্চিত্রের শ‍্যুটিং। চলচ্চিত্র দুটি পরিচালনা করবেন বিখ্যাত সাংবাদিক রিতব্রত ভট্রাচার্য ও প্রয়োজনায় থাকবেন দ্বীপান্বিতা মজুমদার।

রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস মানেই কিছুটা জটিলতা। আর যখন চলচ্চিত্রের জগতে একেবারে নতুন আর প্রথম শুভারম্ভ রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস, আবার আগে যেই উপন্যাস নিয়ে কখনও কোনো চলচ্চিত্র তৈরি হয়নি তখন বিষয়টা অনেকটাই চ‍্যালেঞ্জের। তবুও হার না মেনেই এই জটিলতার সঙ্গে চ‍্যালেঞ্জ নিয়েই অভিনয়ে ইচ্ছুক এমন নতুন ছেলেমেয়েদের সুযোগ দিয়ে খুব শীঘ্রই তাদের নতুন কাজ শুরু করতে চলছে ‘এনলাইটেন ইন্ডিয়া প্রোডাকশন’। একেবারে নতুন প্রকল্প, নতুন প্রজন্ম , নিয়েই চলচ্চিত্র জগতে পর্দাপন। এককথায় দর্শকদের জন্য খুব শীঘ্রই একেবারে অন‍্যরকম স্বাদের চলচ্চিত্র নিয়ে উপস্থিত হবে এনলাইটেন ইন্ডিয়া প্রোডাকশান। TODAYS বাংলা -র পক্ষ থেকে এনলাইটেন ইন্ডিয়া প্রোডাকশনের এই প্রচেষ্টাকে আমরা স্বাগত জানাই।

উল্লেখযোগ্য এনলাইটেন ইন্ডিয়া প্রোডাকশনের একটি নিজস্ব ম‍্যাগাজিন আছে যেটি ২১ টি দেশের মডেলদের সমাগম নিয়ে তৈরি হয়। আর সেই ম‍্যাগাজিনের ফটোশ‍্যুট কলকাতায় সম্পন্ন হল ২ মার্চ। এনলাইটেন ইন্ডিয়া প্রোডাকশনের তরফ থেকে এই ফোটোশ‍্যুটের আয়োজন করা হয়েছিল। এনলাইটেন ইন্ডিয়া প্রোডাকশনের আয়োজিত আগত চলচ্চিত্রে যারা অভিনয় করতে চলছেন তাদের নিয়েই এইদিনের ফটোশ‍্যুটের আয়োজন করা হয়।

Advertise

Advertise

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed