নাগেরবাজার যশোহর রোড অধিবাসী বৃন্দ এর এবারের থিম ‘ প্রতিচ্ছবি ‘
TODAYS বাংলা: নাগেরবাজার যশোহর রোড অধিবাসী বৃন্দ এবারে তাদের দুর্গা পুজোর ৫ম বর্ষে পদার্পণ করতে চলেছেন। আগের বছর তাদের থিম ছিল সর্বজনীন।
এবারে তাদের থিম হলো প্রতিচ্ছবি। মায়ের প্রতিচ্ছবি তুলে ধরতে চলেছেন তাদের থিমের মাধ্যমে। এই থিমের ভাবনায় রয়েছেন অভিজিৎ গণ। ১৮ ই আগস্ট থেকে প্যান্ডেলের কাজ শুরু হয়ে যায়। এছাড়া আলোকসজ্জায় রয়েছেন স্বপন বিশ্বাস।