পেশায় নার্স, সখে মডেল
TODAYS বাংলা; পূর্বা রায়: পেশায় নার্স, সখে মডেল। এক অঙ্গে যেমন মানুষের সেবায় নিজেকে নিযুক্ত করেছেন, আর এক অঙ্গে তুলে ধরেছেন নিজের মডেল সত্তাকে। তিনি হলেন কেয়া মারিক।
সংসারের টানে কিংবা কর্মসূত্রে নিজের ভালোলাগাটাকে অনেক মহিলা ভুলে যেতে থাকে কিন্তু কেয়া মারিক তেমনটা করেননি। নিজের পেশা কে পাশে রেখে এগিয়ে চলেছে নিজের সখকে রূপ দিতে।
ব্রাইডাল ওয়েস্টার্ন সব ধরনের লুকাইতে নেই কাজ করতে পছন্দ করেন
ব্যস্ততার মাঝে অবসর সময় লেখালেখি, নৃত্যর মধ্যে শান্তি খুঁজে পান। তবে খাবার পছন্দের তালিকায় রয়েছে সর্ব প্রথমে বিরিয়ানি।
আগামী দিনে নার্সিং এর পাশাপাশি মডেল হিসেবে কাজ করে এগিয়ে যেতে চান সর্বগুণ সম্পন্ন কেয়া এবং টুডেস বাংলার পক্ষ থেকে প্রকাশিত হওয়া ম্যাগাজিনে মডেল কেয়া মারিককে দেখা যাবে মিনু শাড়িতে।
Congratulations ??