পৃজার স্বপ্ন অভিনয়, মডেলিং ভালোবাসা!
TODAYS বাংলা, প্রীতি পাত্র: প্রায় ২ বছর মডেল হিসেবে কাজ করেছেন পৃজা বড়াল। এই ২ বছরে অনেক ফটোশ্যুটের কাজ করেছেন। কিন্তু তার প্রধান উদ্দেশ্য অভিনয়। অভিনয়ে জায়গা করার একটি সহজ রাস্তা হিসেবেই মডেলিংয়ের কাজ বেছে নিয়েছেন পৃজা।
কিন্তু পৃজার কথায় অভিনয়ের পাশাপাশি তিনি মডেলিংটা সবদিন চালিয়ে যাবেন। মডেলিং – এর পাশাপাশি তিনি এখন থিয়েটারও করেন। অভিনয় হল পৃজার স্বপ্ন আর মডেলিং হল তার ভালোবাসা।
২ বছরে একাধিক ফটোশ্যুটের কাজ করেছেন পৃজা। কিন্তু কখনো কোনো ব্যানার শ্যুটে কাজ করেননি পৃজা। TODAYS বাংলা – এর শারদ বাংলা ২০২২ – এর ব্যানার শ্যুটে প্রথমবার কাজ করতে চলেছেন। এই নিয়ে তিনি বলেন, ” প্রথমবার এইধরনের কাজ করছি তার জন্য অনেকটা ভয় লাগছে।
তারপরে আবার মা দুর্গা – এর একটি লুক এর থেকে বড়ো কিছু হতে পারেনা। খুব আগ্ৰহী কাজটা করার জন্য। আর আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য TODAYS বাংলা কে অসংখ্য ধন্যবাদ। “
আমাদের সকল দর্শকদের জন্য বিশেষ ঘোষণা, আপনারাও যদি এমন সুযোগ পেতে চান TODAYS বাংলা শ্রেষ্ঠ শারদ বাংলা ২০২২ ” দ্বিতীয় বর্ষ ” ব্যানার শ্যুটে কাজ করার , তাহলে না ভেবে এখনই যোগাযোগ করুন আমাদের সঙ্গে।
আমরা আপনাদের সুযোগ দেব, এগিয়ে যাওয়ার পথপ্রদর্শক হবো আমরাই। আমাদের মাধ্যমেই নিজেদের অভিজ্ঞতার সীমানাটা আর দীর্ঘ ও সুন্দর করে তুলুন।
I’m interested for durga puja banner shoot