December 8, 2024 | Sunday | 3:19 AM

নববর্ষে নতুন মুখ নিয়ে কাজ করলো রাই কিশোরী কালেকশন

0

TODAYS বাংলা : নববর্ষে নুতুন মুখ নিয়ে কাজ করলেন রাই কিশোরী কালেকশন এর কর্ণধার শ্যামসুন্দর বসু,উপস্থিত ছিলেন রাই কিশোরী কালেকশন এর মোক্ষ মডেল সুমন কুন্ডু,তাকে দেখা গেলো এবারে ঐতিহ্যবাহী পাঞ্জাবি তার সাথে জ্যাকেটে। রাই কিশোরী কালেকশন এর শ্যামসুন্দর বসু জানিয়েছেন, যেহেতু গ্রীষ্মকাল তার জন্য সুতির জ্যাকেট এই মুহূর্তে বিশেষ ভাবে ট্রেন্ডি আইটেম তার কালেকশনের।

এছাড়াও আরো বেশ কিছু নুতুন মুখ দেখা গেলো এই বছর নববর্ষের শুট এ তার মধ্যে সোহেলী,শীবা এবং নীল কে দেখা গেলো এবছরের কালেকশনে। নববর্ষে রাই কিশোরী কালেকশন তার পোশাকে গামছা,আড়ি সুতোর কাজ ,লিনেন, ঢাকায় ইত্যাদি ফ্যাব্রিক কে ব্যাবহার করেছেন,যেহেতু সামনে গরম তাই হালকা রঙের পোশাক ভীষণ ভাবে মানানসোই,তবে আমাদের বিভিন্ন অনুষ্ঠান থাকে যেগুলো রাতের বেলায় হয়ে থাকে,তাই রাতের বেলায় পরার জন্য তিনি কালো রঙকেই বেছে নিয়েছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *