December 8, 2024 | Sunday | 2:04 AM

রাজডাঙা নবউদয় সংঘ- এর এবারের থিম ‘পরম পরা’

0

TODAYS বাংলা: রাজডাঙা নবউদয় সংঘ এবারে ৪০ বর্ষে পদার্পণ করল। আগের বছর তাদের থিম ছিল “সংকেত”। তবে এবারে তাদের থিম হল ‘ পরম পরা’। মে মাস থেকে তাদের প্যান্ডেলের কাজ শুরু হয়ে যায়। আলোকসজ্জায় রয়েছেন কুণাল পাঠক। শিল্পী হিসেবে রয়েছেন মলয় রায় এবং শুভময় সিনহা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *