TODAYS বাংলার আগস্ট মাসের ম্যাগাজিনে মডেল হিসাবে থাকতে চলেছেন নিশা
TODAYS বাংলা: নিশা চৌধুরী ১ বছর ধরে মডেলিং করছেন। এই প্রফেশন নিয়ে আরও অনেকটা দুর এগিয়ে নিয়ে যেতে চান। এখনও পর্যন্ত ম্যাগাজিন ও ব্রাইডাল শ্যুট করেছেন। ম্যাগাজিন শ্যুট টা ভীষণ ভালো লেগেছে তার। মডেলিংয়ের পাশাপাশি পড়াশুনা করেন। প্রিয় খাবার হলো পিজ্জা। ভ্রমণের প্রিয় জায়গা হলো তার মায়াপুর। প্রিয় অভিনেত্রী হলো শ্রদ্ধা কাপুর। TODAYS বাংলার সাথে এর আগে একবার কাজ করেছিলেন এবারে আগস্ট মাসের শ্যুট করতে চলেছেন আবার।