TODAYS বাংলার ব্যানার ও শারদ সংখ্যার ম্যাগাজিনে খুদে মডেল সুহানা
TODAYS বাংলা, শ্রেয়া দাস: আমাদের খুদে মডেল সুহানা বোস ১ বছর হলো মডেলিং করছে। তার ইচ্ছা বড় হয়ে খুব বড় একজন অভিনেত্রী হবে। ইতিমধ্যে ফ্লিপকার্ট এবং কিডস ফ্যাশন উইকে ফাইনালিস্ট ছিল। সব রকম শ্যুট ভালো লাগে তার।
মডেলিং এর পাশাপশি অ্যাডামস ইন্টারন্যাশনাল স্কুল এ নার্সারিতে পড়ে সুহানা। এছাড়া নাচ করতেও ভালোবাসে সে। প্রিয় খাবার হলো চাউমিন , পাস্তা। প্রিয় অভিনেতা হলো কার্তিক আরিয়ান এবং অঙ্কুশ এছাড়া অভিনেত্রী হলো কৃতি স্যানন ও কোয়েল মল্লিক। সুইজারল্যান্ড ও লন্ডন ঘোড়ার ইচ্ছা। TODAYS বাংলার সাথে প্রথম কাজ করবে ব্যানার ও শারদ সংখ্যার ম্যাগাজিনে।