TODAYS বাংলার ব্যানার ও শারদ সংখ্যার ম্যাগাজিন শ্যুট করতে চলেছেন মডেল প্রত্যুষা
TODAYS বাংলা, শ্রেয়া দাস: মডেল প্রত্যুষা ভট্টাচার্য্য ১ বছর ধরে মডেলিং জগতে রয়েছেন। এই প্রফেশনে নিজেকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে। মিস টিন ইন্ডিয়া ২০২২ এর খ্যাতনামা মডেল তিনি। নানারকমের শ্যুট করেছেন তবে ব্যানার এবং ম্যাগাজিন শ্যুট হলো তার মধ্যে প্রিয়।
মডেলিংয়ের পাশাপাশি ক্লাস ১১ এর পাঠরতা। মা এবং তার মাসি এই বিষয়ে সব থেকে বেশি সাপোর্ট করেন। বিরিয়ানি হলো তার প্রিয় খাবার। ঘুরতে যাওয়ার জায়গা বলতে পাহাড় বেশি পছন্দের। রব দে এবং দীপিকা পাড়ুকোন হলো তার প্রিয় অভিনেতা ও অভিনেত্রী। TODAYS বাংলার ব্যানার ও শারদ সংখ্যার ম্যাগাজিন শ্যুট করতে চলেছেন মডেল প্রত্যুষা।