TODAYS বাংলার ব্যানার ও শারদ সংখ্যার ম্যাগাজিন শ্যুটে মডেল তনুশ্রী
TODAYS বাংলা, শ্রেয়া দাস: তনুশ্রী সর্দার মডেলিং জগতে ২ বছর ধরে রয়েছেন। মডেলিং হলো তার ভালোবাসা ভবিষ্যতে এটাই তার প্রফেশন হিসেবে নিতে চান এবং ইন্টারন্যাশনাল শো অ্যাটেন্ড করতে চান। TODAYS বাংলার সমহিমায় পরিবার সম্মান অ্যাওয়ার্ড পেয়েছেন। সবরকমের শ্যুট করেছেন তিনি। সবকিছুর মধ্যে ম্যাগাজিন শ্যুট তনুশ্রীর বেশি পছন্দের। পরিবারের সবার সাপোর্ট তো পেয়েই এসেছেন।
তনুশ্রী ঘুমাতে খুবই ভালোবাসেন তাই সারাদিনের রুটিন জানতে চাইলে তিনি বলেন ঘুম থেকে উঠতে তার একটু দেরিই হয়। স্নান করে পুজো করেন তারপর। পুজো আর্চাও ভালোবাসেন করতে। এরপর দুপুরের খাওয়ার সেরে বিকেল একটু ওয়ার্ক আউট করে বন্ধুদের সাথে আড্ডা দিতে জান। বাড়ি ফিরে রাতে খাওয়ার খেয়ে ফোনের সাথে একটু সময় কাটিয়ে ঘুম। এই হলো তনুশ্রীর গোটা দিনে রুটিন। এছাড়া যেদিন শ্যুট এর কাজ থাকে সেদিন কাজেই ব্যস্ত হয়ে পড়েন।
পছন্দের খাওয়ার হলো মোমো, বিরিয়ানি এবং আইস্ক্রিম। কেদারনাথ ঘুরতে যাওয়ার খুব ইচ্ছা তার। পছন্দের অভিনেতা ও অভিনেত্রী হিসেবে টলিউডে জিৎ এবং শুভশ্রী আর বলিউডে কার্তিক আরিয়ান এবং মৌনী রায়। তিনি জানান, TODAYS বাংলার সাথে কাজের অভিজ্ঞতা খুব ভালো। বিশেষ করে রাজা দা যিনি শ্যুট কোঅর্ডিনেটর খুবই ভালো এবং সাপোর্টিং। এছাড়া মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে ফ্লোরের সবাই খুবই সহযোগিতা করেন।