TODAYS বাংলার ব্যানার শ্যুটে মডেল অঙ্কিতা
TODAYS বাংলা, শ্রেয়া দাস: মডেল অঙ্কিতা চট্টোপাধ্যায় সবে ২ মাস হলো মডেলিং জগতে এসেছেন। মডেলিং কে প্যাশন থেকে প্রফেশনে নিয়ে যেতে চান। ব্যানার শ্যুট করেছেন বাকি বিভিন্ন ধরনের শ্যুট করতে চলেছেন। মডেলিং এর পাশাপশি চাকুরীজীবী তিনি।
সারাদিনের রুটিন বলতে বাড়ি থেকে অফিস আবার অফিস থেকে বাড়ি মাঝে সংসার নিয়েই এগিয়ে চলেছেন। যেখানে ভীড় কম সেই জায়গায় যেতে পছন্দ করেন শান্ত নিরিবিলি পরিবেশে। পছন্দের অভিনেতা ও অভিনেত্রী হলো তার জয়া আহসান, রণবীর সিং, মনোজ বাজপাই, শেফালী শাহ, বিদ্যা বালান। TODAYS বাংলার সাথে সবে কাজ করা শুরু করেছেন। TODAYS বাংলার ব্যানার শ্যুটে মডেল হিসেবে তাকে দেখা যাবে।