December 8, 2023 | Friday | 10:49 PM

TODAYS বাংলার ব্যানার শ্যুট করতে চলেছেন মডেল কোয়েল

1

TODAYS বাংলা, শ্রেয়া দাস: কোয়েল ধারা ৬ মাস ধরে মডেলিং করছেন। এটাকেই এগিয়ে নিয়ে যেতে চান তিনি। বিভিন্ন ধরনের শ্যুট করেছেন কোয়েল। তার মধ্যে সব থেকে বেশি পছন্দের ম্যাগাজিন শ্যুট। মডেলিংয়ের পাশাপাশি নাচ করেন। সারাদিনের রুটিন বলতে জিম করা তারপর নিজের বাচ্চাকে সময় দেওয়া।

আইস ক্রিম, চকলেট এবং মিষ্টি খেতে ভালোবাসেন। পাহাড়ি জায়গায় ঘুরতে যেতে পছন্দ করেন। পছন্দের অভিনেত্রী হলো কারিনা কাপুর। TODAYS বাংলার সাথে আগেও শ্যুট করেছেন অভিজ্ঞতা তার ভীষণই ভালো। এবারে TODAYS বাংলার ব্যানার শ্যুট করতে চলেছেন তিনি।

Advertise

Advertise

1 thought on “TODAYS বাংলার ব্যানার শ্যুট করতে চলেছেন মডেল কোয়েল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *