TODAYS বাংলার ব্রাইডাল মেকআপ কার্নিভালে মডেল রাইনা
TODAYS বাংলা, শ্রেয়া দাস: সামনেই TODAYS বাংলার নতুন চমক ব্রাইডাল মেকআপ কার্নিভাল সঙ্গে ম্যাগাজিন শ্যুট। প্রত্যেকবারের মত বিভিন্ন মডেল ও মেকআপ আর্টিস্টদের এই শ্যুট আয়োজিত হবে।
এরই মধ্যে মডেল হিসাবে থাকতে চলেছেন মডেল রাইনা চ্যাটার্জি। মডেলিং জগতে ১ বছর হলো এসেছেন। ট্র্যাডিশনাল এবং ব্র্যান্ড শ্যুট হলো রাইনার সব থেকে প্রিয়।
মডেলিংয়ের পাশাপাশি সাংবাদিকতা নিয়ে পাঠরতা তিনি, সাথে নাচ করতেও ভালোবাসেন। ছোটবেলা থেকেই তার মডেলিংয়ের প্রতি ভালোলাগা রয়েছে সেটাকেই সফল করার পথে এগিয়েছেন তিনি।