December 11, 2023 | Monday | 2:54 AM

TODAYS বাংলার ব্রাইডাল মেকআপ কার্নিভালে মডেল হিনা

0

TODAYS বাংলা, শ্রেয়া দাস: সামনেই TODAYS বাংলার নতুন চমক ব্রাইডাল মেকআপ কার্নিভাল সঙ্গে ম্যাগাজিন শ্যুট। প্রত্যেকবারের মত বিভিন্ন মডেল ও মেকআপ আর্টিস্টদের এই শ্যুট আয়োজিত হবে।


হিনা চক্রবর্তী এবারে TODAYS বাংলার সাথে প্রথম কাজ করতে চলেছেন। এক বছর হলো তার মডেলিং জগতে আসা। তার ট্র্যাডিশনাল, ম্যাগাজিন শ্যুট করতে ভীষণ ভালো লাগে। নিজেই নিজের সাপোর্ট সিস্টেম বলা যায়।

নিজের একটা পরিচিতি করতে চান হিনা। মডেলিংয়ের পাশাপাশি নাচ, অনলাইন ব্যবসা, টিউশন পড়ানো এসকল কিছুই করেন তিনি। নিজের সাফল্যের পথে এগিয়ে চলেছেন। আগামী দিনে তার চলার পথে অনেক অভিনন্দন রইলো তার জন্য।

Advertise

Advertise

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *