TODAYS বাংলার ব্রাইডাল মেকআপ কার্নিভালে মডেল শ্বেতা
TODAYS বাংলা, শ্রেয়া দাস: সামনেই TODAYS বাংলার নতুন চমক ব্রাইডাল মেকআপ কার্নিভাল সঙ্গে ম্যাগাজিন শ্যুট। প্রত্যেকবারের মত বিভিন্ন মডেল ও মেকআপ আর্টিস্টদের এই শ্যুট আয়োজিত হবে।
শ্বেতার মডেলিং জগতে আসা ৩ বছর। সবথেকে বেশি ব্রাইডাল শ্যুট করতে তার ভালো লাগে। এই প্রফেশনে আসার জন্য শ্বেতার মা সবথেকে বেশি সাপোর্ট করেছেন। এর পাশাপাশি পড়াশুনা চালিয়ে যাচ্ছেন। TODAYS বাংলার সাথে প্রথম কাজ করতে চলেছেন এবং এই সুযোগ পেয়ে তিনি ভীষণই উৎসাহিত। মডেলিংয়ের পাশাপশি একজন ভরতনাট্যম নৃত্যশিল্পী। স্টার ফেস অফ ইন্ডিয়া ২০২২ এর সেকণ্ড রানার আপ হয়েছিলেন শ্বেতা যা তার জীবনের বড়ো সাফল্য। ঘুরতে যাওয়া, বাইকে করে লং রাইডে যাওয়া তার হবির মধ্যে পড়ে।