TODAYS বাংলার ব্রাইডাল মেকআপ কার্নিভালে মডেল পায়েল
TODAYS বাংলা, শ্রেয়া দাস: সামনেই TODAYS বাংলার নতুন চমক ব্রাইডাল মেকআপ কার্নিভাল সঙ্গে ম্যাগাজিন শ্যুট। প্রত্যেকবারের মত বিভিন্ন মডেল ও মেকআপ আর্টিস্টদের এই শ্যুট আয়োজিত হবে।
পায়েলের মডেলিং জগতে আসা ২ বছর। তার সব থেকে বেশি ব্রাইডাল এবং ওয়েস্টার্ন শ্যুট করতে ভীষণ ভালো লাগে। এই প্রফেশনে পায়েলের মা সবথেকে বেশি সাপোর্ট করেন। মডেলিংয়ের পাশাপাশি ফ্যাশন ডিজাইন নিয়ে দ্বিতীয় বর্ষের ছাত্রী।
এছাড়া হবির মধ্যে রয়েছে ঘুরতে যাওয়া, অভিনয় করতে তার ভীষণ ভালো লাগে। TODAYS বাংলার সাথে প্রথম কাজ করতে চলেছেন পায়েল, তার জন্য অভিনন্দন ও শুভেচ্ছা রইলো।