TODAYS বাংলার ম্যাগাজিনে প্রথম শ্যুট করতে চলেছেন মডেল সঙ্গীতা
TODAYS বাংলা: সঙ্গীতা মান্নার মডেলিং জগতে আসা ৩ বছর। বলা যায় এখন বেশ সফল মডেল হয়ে উঠেছেন। চেনা মুখ হয়ে উঠেছেন মডেলিং জগতে। এবারে TODAYS বাংলার সাথে প্রথম কাজ করতে চলেছেন তিনি।


TODAYS বাংলার দ্বিতীয় বর্ষের ম্যাগাজিনের শ্যুট করবেন। তেমন একটা স্ট্রাগল তাকে করতে হয়নি। এই জগতে আসার জন্য তাকে তার বড়ো দিদি অনেক সাপোর্ট করেছেন। তার ভালো লাগার মধ্যে রয়েছে ছবি আঁকা, নাচ। মডেলিংয়ের পাশাপাশি তিনি একজন অভিনেত্রী।
