TODAYS বাংলার ম্যাগাজিনে মডেল নীলিমা
TODAYS বাংলা, শ্রেয়া দাস: মডেল নীলিমা টোডি ৬-৭ মাস ধরে মডেলিং করছেন। মডেলিং থেকে নিজেকে গ্ল্যামার জগতে পরিচিতি বানানোর চেষ্টা করছেন। বিভিন্ন ধরনের শ্যুট করেছেন। তার মধ্যে ক্যালেন্ডার শ্যুট এর অভিজ্ঞতা বেশ ভালো তার।


মডেলিংয়ের পাশাপাশি এন্টারপ্রেনার কুর্তির। পরিবারের সকলেই তাকে সাপোর্ট করেন। সারাদিনের ব্যস্ত রুটিন সংসার সামলানো তারপর নিজের কাজ। প্রিয় খাবারের মধ্যে হলো চাইনিজ, অমলেট , ফুচকা। কলকাতার বাইরের যেকোনো জায়গায় ঘুরতে যেতেই ভালোবাসেন। প্রিয় অভিনেতা হলো তার অক্ষয় কুমার ও ইমরান হাশমি। TODAYS বাংলার সাথে প্রথম ম্যাগাজিন শ্যুট করতে চলেছেন।
