TODAYS বাংলার সাথে প্রথম কাজ করতে চলেছেন মডেল প্রত্যুষা
TODAYS বাংলা, শ্রেয়া দাস: মডেল প্রত্যুষা ভট্টাচার্য্য বেশ কয়েক মাস ধরে মডেলিং জগতে রয়েছেন। এটাকেই নিজের কেরিয়ারে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভাবেছন। মিস টিন ইন্ডিয়া ২০২২ এ পুরস্কার প্রাপ্ত মডেল তিনি। এই প্রথম TODAYS বাংলার সাথে ম্যাগাজিন শ্যুট করতে চলেছেন। বর্তমানে ১১ শ্রেণীর ছাত্রী। পরিবারে মা ও দিদা দাদু ভীষণ সাপোর্ট করেন।
সারাদিনের রুটিন বলতে পড়াশুনা আর শ্যুট নিয়েই চলতে থেকে। বিরিয়ানি ও পিজ্জা হলো তার প্রিয় খাবার। টলিউডের রব দে, তৃণা সাহা এবং বলিউডের শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন হলো তার প্রিয় অভিনেতা অভিনেত্রী।