TODAYS বাংলার সাথে প্রথম কাজ করতে চলেছেন মডেল সায়নী
TODAYS বাংলা, শ্রেয়া দাস : মডেল সায়নী সেন গুইন সদ্য মডেলিং জগতে এসেছেন। মডেলিং হলো তার কাছে প্যাশন। এথনিক শ্যুট সবথেকে বেশি করেছেন। মডেলিংয়ের পাশাপাশি তিনি হোম মেকার। পরিবারে স্বামীর সাপোর্ট পেয়েছেন। সারাদিনের রুটিন বলতে নিজের ৭ বছরের বাচ্চা রয়েছে তার জন্য দেখা শোনা করা এবং জিম করেন।
খাবারের মধ্যে চাইনিজ এবং আইস ক্রিম খেতে ভালোবাসেন। পাহাড় সমুদ্র দুই জায়গাতেই ঘুরতে যেতে ভালোবাসেন। TODAYS বাংলার সাথে আগস্ট মাসের ম্যাগাজিনে মডেল হিসেবে কাজ করতে চলেছেন।