TODAYS বাংলার সাথে প্রথম কাজ করতে চলেছেন মডেল সায়নী
TODAYS বাংলা, শ্রেয়া দাস: সায়নী ব্যানার্জি ৭ মাস ধরে মডেলিং করছেন। প্রফেশন তার একজন লেখিকা। বিভিন্ন পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়। সেই জায়গা থেকে মডেলিং হলো তার শখের জায়গা। মডেলিং করতে ভালোবাসেন। ক্যালেন্ডার শ্যুট, ব্যানার ও ম্যাগাজিন শ্যুট করেছেন। সব ধরনের কাজ করতেই ভালোবাসেন। পরিবারের সকলেই খুব সাপোর্ট করেন। সারাদিন সংসারের কাজের পাশাপাশি বই পড়া, লেখা, গান শোনা, রান্না করার পাশাপাশি ছুটি পেলে ঘুরতে যেতে ভালোবাসেন।
প্রিয় খাবার হলো ফুচকা। পছন্দের অভিনেতা হলো জন আব্রাহাম আর অভিনেত্রী হলো স্বস্তিকা মুখোপাধ্যায়। TODAYS বাংলার সাথে প্রথম কাজ করছেন। ব্যানার ও শারদ সংখ্যার ম্যাগাজিন শ্যুটে তাকে মডেল হিসেবে দেখা যাবে।