TODAYS বাংলার সাথে প্রথম কাজ করতে চলেছেন রূপা
TODAYS বাংলা,শ্রেয়া দাস: রূপা সাহা প্রথম মডেলিং জগতে পা রাখতে চলেছেন। আগে থেকেই ইচ্ছা ছিল কিন্তু করা হয়ে ওঠেনি। এবারে সেই ইচ্ছাটাই পূরণ করবেন। সারাদিনের রুটিন বলতে নিজের বাচ্চার দেখভাল করে সংসারের সমস্ত কাজ সামলানো। তার স্বামী তাকে ভীষণ সাপোর্ট করেন।
প্রিয় খাবার হলো মটন। ঘুরতে যেতে বললে তার পাহাড়ের কথা আগে মনে পড়ে। তার প্রিয় নায়ক নায়িকা হলো শাহরুখ খান এবং ঐশ্বর্য্য রাই। TODAYS বাংলার জুন মাসের ম্যাগাজিনে মডেল হিসাবে থাকতে চলেছেন রূপা।