TODAYS বাংলার হাত ধরে মডেলিং জগতে পা রাখছেন পম্পা
TODAYS বাংলা: পম্পা সরকারের মডেলিং জগতে পা রাখা প্রথম। অর্থাৎ TODAYS বাংলার হাত ধরে এই শুভ সূচনা করতে চলেছেন। তার ভালো লাগার মধ্যে মানুষকে সেবা করা এবং ঘুরতে যাওয়া সব থেকে প্রিয়।
পম্পার মতে বিনা স্ট্রাগলে কিছুই পাওয়া সম্ভব নয়। যাকে বলে ” কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায়না”। এই মডেলিংয়ে সবথেকে সাপোর্ট করেছেন তার স্বামী। TODAYS বাংলার ম্যাগাজিন শ্যুটে তিনি মডেল হিসাবে থাকতে চলেছেন।