TODAYS বাংলার হাত ধরে মডেলিং শুরু প্রকৃতির
TODAYS বাংলা, শ্রেয়া দাস: মডেল প্রকৃতি দেবনাথ সদ্য মডেলিং জগতে পা রাখতে চলেছেন। এখনো তার অভিজ্ঞতা হয়নি তবে ভবিষ্যতে তার ইচ্ছা আছে এটি নিয়েই এগিয়ে যাওয়ার। সব রকম শ্যুট করতেই ইচ্ছুক তিনি। পরিবারের সকলেই সাপোর্ট করেন তাকে।
মডেলিং এর পাশাপাশি পড়াশুনা ও গান করেন। প্রিয় খাবার হলো তার চাইনিজ এবং সাউথ ইন্ডিয়ান। ঘুরতে যাওয়ার ইচ্ছার তালিকায় জাপান পছন্দের। টলিউডের প্রিয় অভিনেতা অভিনেত্রীদের মধ্যে হলো জিৎ এবং শুভশ্রী আর বলিউডে বরুণ ধাওয়ান ও আলিয়া ভাট। TODAYS বাংলার সাথেই তার প্রথম কাজের শুরু।