TODAYS বাংলা পত্রিকার মাসিক বাংলা ম্যাগাজিনের ১ বছর সম্পূর্ন
TODAYS বাংলা, শ্রেয়া দাস: ২০২২ মে মাস থেকে শুরু হয় TODAYS বাংলা পত্রিকা ৪০ পাতার মাসিক বাংলা ম্যাগাজিন। একবছর পূর্তি হলো পত্রিকার। গোটা একবছরে নানান অভিজ্ঞতার সম্মুখীন হয় TODAYS বাংলা। যার অন্যতম হলো গোটা একটা পরিবার তৈরি হয়।
CEO অনুপমা দাস এবং কোঅর্ডিনেটর শান্তনু দাস তৈরি করেন একটা গোটা টিম যেখানে মডেল, মেকআপ আর্টিস্ট, ফটোগ্রাফার, ডিজাইনার সবাই মিলে এই ম্যাগাজিন টিকে প্রতি মাসে এক অনন্য সাফল্যের দিকে এগিয়ে নিয়ে চলেছেন। এই ম্যাগাজিনে বিভিন্ন সেগমেন্ট রয়েছে ভ্রমন, সাহিত্য, পেটপুজো, ফ্যাশন, ফিল্মি গসিপ, বিউটি সাজেশন, রাশিফল, খেলার দুনিয়া এছাড়া নানান কারেন্ট টপিক। হাতের মুঠোয় নানান খবর ও বিনোদন।