TODAYS বাংলা পত্রিকার ম্যাগাজিনে মডেল সুইটি
TODAYS বাংলা, শ্রেয়া দাস: মডেল সুইটি লাহা ৫ বছর আগে মডেলিং করা শুরু করেছিলেন। কিন্তু সেটা পরে আর কন্টিনিউ করা হয়নি। তবে এবারে TODAYS বাংলার হাত ধরে আবার মডেলিং প্রফেশনে পারি দিতে চলেছেন। এটাকে নিয়েই ভবিষ্যতে এগিয়ে নিয়ে যেতে চান। সমস্ত রকমেরই শ্যুট করেছেন। তবে সব শ্যুট এর মধ্যে হোর্ডিং শ্যুট বেশি পছন্দের। মডেলিংয়ের পাশাপাশি গার্মেন্টস এর অনলাইন ব্যবসা হবে।
পরিবারের সকলেই সাপোর্ট করেন। প্রিয় খাবার হলো বাঙালি খাবার। পাহাড়ি জায়গায় ঘুরতে যেতে বেশি পছন্দ করেন। টলিউডের পছন্দের অভিনেতা ও অভিনেত্রী হলো যশ এবং কৌশানি আর বলিউডের অভিনেতা ও অভিনেত্রী হলো শাহরুখ খান ও ক্যাটরিনা। TODAYS বাংলার সাথে এটি তার প্রথম কাজ। TODAYS বাংলা পত্রিকার ম্যাগাজিন শ্যুট করতে চলেছেন মডেল সুইটি।