December 8, 2024 | Sunday | 2:01 AM

উল্টোদাঙা জাগরণী সংঘ- এর এবারের থিম ‘পুজোটাই জলে ?’

0

TODAYS বাংলা: উল্টোদাঙা জাগরণী সংঘ এবারে ৩০ বর্ষে পদার্পণ করল। আগের বছর তাদের থিম ছিল “আমার বৈঠা”। তবে এবারে তাদের থিম হল ‘ পুজোটাই জলে ? ‘। তাদের এই থিমের ভাবনার কারণ জল অপচয়ের সামাজিক বার্তা দিতে। আগস্ট থেকে প্যান্ডেলের কাজ শুরু হয়েছে। আলোকসজ্জায় এবং শিল্পী তন্ময় হাজরা, প্রতিমা শিল্পী দীপঙ্কর পাল ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *