April 23, 2025 | Wednesday | 2:49 AM

অনেক চেষ্টা করেও হলো না বৈঠক

0

TODAYS বাংলা: নবান্ন সভাঘরে ২ ঘণ্টা ১০ মিনিট অপেক্ষা করেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। নবান্নের দরজা পর্যন্ত এসেও বৈঠকের লাইভ সম্প্রচারের দাবি না মানায় ভিতরে ঢোকেননি আন্দোলনকারীরা। এই নাটকীয় টানাপড়েনের পর সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আমি আমার মতো সাধ্যমতো চেষ্টা করলাম। এর পর যদি ওরা বসতে চায় মুখ্যসচিব, ডিজিকে বলব আপনারা বসুন। উই ওয়ান্ট জাস্টিস ফর কমন পিপল।’মমতা আরও বলেন, ‘ধৈর্য ধরাটাও একটা পরীক্ষা। ধৈর্য ধরব, কিন্তু কাজে যোগ দিন। আমি জানি অনেকেই মিটিংয়ে যোগ দিতে চেয়েছিলেন। কিন্তু দু-তিনজন চাইছেন না। বাইরে থেকে ইন্সট্রাকশন আসছে। আমাদের হাতে এসমা আছে, সব আছে। কিন্তু আমরা এইগুলো করব না। আমরা মানবিক। আমি ২৬ দিন অনশন করেছিলাম সিঙ্গুর নিয়ে।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *