April 19, 2025 | Saturday | 3:39 PM

অবশেষে বাগডোগরা এয়ারপোর্টে চালু হল উড়ান

0

TODAYS বাংলা: অবশেষে আজ সকাল থেকেই চালু হল উড়ান।চিন্তামুক্ত হলেন যাত্রীরা।আজ সকালে নির্দিষ্ট সময় প্রথম উড়ান ছেড়ে দেয় সকাল সাড়ে ছটার সময়।

যাত্রীরা যারা আশেপাশের হোটেলে ছিলেন ভোর বেলাতেই এয়ারপোর্টে পৌছে যান।যাত্রীরা জানালেন সকালেই উড়ান চালু হবার খবরে হুড়োহুড়ি লেগে যায় যাত্রীদের মধ্যে।প্রথম উড়ান রওয়ানা দেয় কলকাতার উদ্দেশ্যে।

তারপরে দিল্লী এবং অন্যান্য জায়গার উড়ানগুলি রওয়ানা দেয়।এয়ারপোর্ট কতৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে এর মধ্যে মাঝের একদিন উড়ান বন্ধ করে রানওয়ে মেরামতের কাজ করা হবে।তবে তা আগের থেকেই জানিয়ে দেওয়া হবে।

পরপর দুদিন উড়ান বাতিল হওয়াতে ক্ষুদ্ব যাত্রীরাও,অনেকেই জানিয়েছেন টিকিট কাটবার পরে উড়ান বাতিল হয়ে যাওয়ায় প্রচণ্ডভাবে সমস্যার মধ্যে পড়ে গেছেন তারা।অনেকেই জানালেন দিন রাতে এইভাবে উড়ান বাতিল হওয়াতে প্রায় তিনগুন বেশী দাম দিয়ে ট্যাষ্কিভাড়া গুনতে হচ্ছে তাদের।আজ সকালেও একই অবস্থায় পড়তে হয় তাদের,তড়িঘড়ি করে এয়ারপোর্টে এসে পৌছান তারা।বাগডোগরা এয়ারপোর্টের অবস্থার খোজ নেন পাপিয়া ঘোষ।

তিনি কতৃপক্ষের সাথে যোগাযোগ করেন এবং যাত্রীদেরকে জানান যেকোন সমস্যায় পড়লে তাকে ফোন করতে।এদিন সকালে বাগডোগরা এয়ারপোর্টে যাত্রীদের থিক থিক করা ভীড় ছিল।তবে সকাল হতেই একটু একটু করে ভীড় কমতে থাকে।যাত্রীরা ক্ষোভে ফেটে পড়লেও এদিন ছিলেন অনেকটাই ব্যাসত।তাড়াহুড়ো করে উড়ান ধরবার জন্য চিন্তায় ছিলেন সবাই।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *