অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকোস্তব্ধ অভিনেত্রী ইন্দ্রানী হালদার
TODAYS বাংলা: ২৪ মার্চ বৃহস্পতিবার রাত্রি ১:১০ নাগাত প্রয়াত হন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়।
শোকোস্তব্ধ টলিপাড়া।

“মিঠু আমার দুঃখের সাথী ছিল” বলে আক্ষেপ প্রকাশ করেন অভিনেত্রী ইন্দ্রানী হালদার।
ইন্দ্রাণী বলেন, “কাজ কী আমরা জীবনটাই একসঙ্গে শুরু করেছিলাম। আমার জীবনের প্রথম ছবির পর থেকেই অভিষেকের সঙ্গে কাজ।

ওরা তখন অবশ্য সিনেমা করত। আমি তখন টেলিভিশনে। ‘জামাইবাবু’-সহ অনেক ছবি, তারপর অনেক শো করা।

বুধবার রাতে শ্যুটিং চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন অভিষেক। তার পর প্রিন্স আনোয়ার শাহ রোডের বাড়িতে ফিরে বুকে ব্যথা শুরু হয়। কোনও রকমে খেয়েদেয়ে শুয়ে পড়েন।

বৃহস্পতিবার ভোরে বাড়ির লোকজন তাঁকে নিথর অবস্থায় পান। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা যায়। বয়স হয়েছিল ৫৭ বছর।