অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শিশুকন্যাকে ধর্ষণ করার হুমকি, গ্রেফতার ১
TODAYS বাংলা: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শিশুকন্যাকে কেউ ধর্ষণ করলে তাকে পুরস্কার দেওয়া হবে, আর জি কর-কাণ্ডের প্রতিবাদ কর্মসূচির একটি ভিডিয়োয় এমন হুমকি দেওয়ার জেরে উত্তর ২৪ পরগনার এক যুবককে গ্রেফতার করল পুলিশ। এই বিষয়ে সোমবারই পুলিশকে দ্রুত পদক্ষেপ করতে বলেছিল রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। রাজ্যের নানা থানায় তৃণমূলের নেতা-কর্মীদের তরফে অভিযোগ দায়েরও শুরু হয় এ দিন। ওই মন্তব্যের অভিযোগে মাসাদুল মোল্লা নামে মিনাখাঁর মঠবাড়ী এলাকার বাসিন্দা এক যুবককে গ্রেফতার করেছে ডায়মন্ড হারবার জেলা পুলিশ।
