আইএসএল ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ফুটবল ভক্ত
TODAYS বাংলা: শনিবার রাতে আইএসএলের ডার্বি ম্যাচে উত্তেজনার জেরে মৃত্যু হল এক ইস্টবেঙ্গল সমর্থকের। জয়শঙ্কর সাহা (৩৮) সমর্থকের গ্যালারিতে হৃদরোগে আক্রান্ত হন। তার বাড়ি কলকাতার বাগুইহাটিতে। রাত সাড়ে ৮টার দিকে তাকে সল্টলেক আমরি হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় তিনি অজ্ঞান ছিলেন বলে জানা গেছে। হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্টের কারণেই মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন চিকিৎসকরা। রাত ৯টা ০৭ মিনিটে তিনি মারা যান।

তার বাড়ি বাগুইহাটি দেশবন্ধু নগরে। মৃতের এক বন্ধু তাকে বিধাননগর থানার আইসি হাসপাতালে নিয়ে আসেন। পরিবারের সদস্যরা হাসপাতালে। রাতভর সল্টলেক আমরি হাসপাতালে তার মরদেহ রাখা হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করেছে।