April 20, 2025 | Sunday | 8:49 AM

আইপিএল ২০২২ ম্যাচে নজর এবার চেন্নাই সুপার কিংস টিমের উপর

0

পূর্বা রায়, TODAYS বাংলা : আইপিএল ২০২২ ম্যাচে চেন্নাই সুপার কিংস টিমের উপর থাকছে সকলের বিশেষ নজর। মহেন্দ্র সিং ধোনি তার চেন্নাই সুপার কিংসের অধিনায়কের দায়িত্বভার তুলে দিলেন রবীন্দ্র জাডেজার কাধেঁ।


আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দলের নতুন অধিনায়ক হিসেবে প্রত্যাশার চাপে থাকবে অলরাউন্ডার জাডেজা।

সারা দেশ জুড়ে চেন্নাই সুপার কিংসের সমর্থক তাকিয়ে থাকবেন নব দায়িত্বভার প্রাপ্ত অধিনায়কের উপর। শুধু দেশেই নয় দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের আইপিএল প্রেমীরা ও উতেজনায়ে থাকবেন মাহির উত্তরাধিকার কিভাবে অক্ষত রাখে জাডেজা।

ধোনির নেতৃত্বে চেন্নাই ১২টি মরসুমের মধ্যে ১০ বার প্লে অফে জায়গা করে নিয়েছে, ৯ বার ফাইনালে খেলেছে এবং ৪ বার শিরোপা জিতেছে, পাশাপাশি দুবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছে তারা। গত দুই মরশুমে দারুণ খেলেছেন জাডেজা।

একজন খেলোয়াড় হিসেবে, রবীন্দ্র জাদেজা ২০১২ সাল থেকে সিএসকের হয়ে ১৪৬ টি ম্যাচ খেলেছেন। চেন্নাইয়ের হয়ে জাদেজা ১৩৭ স্ট্রাইক রেটে ১৪৮০ রান করেছেন তিনি। বোলিংয়ে জাদেজার নাম রয়েছে ১৪৬ম্যাচে ১০৯ উইকেট।

সেই ধারা এবারেও বজায় রাখতে হবে তাঁকে। অধিনায়ক হিসেবে আইপিএলে প্রথম বার খাতা খুলতে চলেছেন অলরাউন্ডার। ফলে সেদিক থেকে কিভাবে সব কিছুর তাল সামলাবেন সেটা এখন দেখার বিষয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *