আগামী ৯ মে রাশিয়ার প্রেসিডেন্ট যুদ্ধে ইতি টানতে পারে
TODAYS বাংলা: ইউক্রেন জানিয়েছে আগামী 9 মে রাশিয়ার প্রেসিডেন্ট যুদ্ধে ইতি টানতে পারে । ওই দিন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের জন্মদিন।

এছাড়া আলাদা একটি গুরুত্ব রয়েছে ওই দিনে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির নাৎসি বাহিনী পরাজয় স্বীকার করে নেওয়ার পর তৎকালীন রাশিয়ার প্রেসিডেন্ট স্টালিন সামরিক অভিযানের ইতি টেনেছেন মে মাসের 9 তারিখ।

ইউক্রেন সেনাবাহিনী সূত্রে জানানো হয়েছে এখনো পর্যন্ত এই যুদ্ধে 15000 রাশিয়ান সেনা খতম করেছে ইউক্রেনের সেনা।

তবে রাশিয়া এখনো পর্যন্ত সব রাশিয়ান সেনার মৃতদেহ নিয়ে যায়নি দেশে। রাস্তার মধ্যে যেখানে সেখানে পড়ে আছে।

এছাড়া 84000 শিশু ও দুই লক্ষ্যের বেশি ইউক্রেনের নাগরিক বন্দী করে রাশিয়া নিজের দেশে নিয়ে গিয়েছে, এমনটাই অভিযোগ ইউক্রেনের। যদি রুশ জানিয়েছে ওই সমস্ত নাগরিক নিজের ইচ্ছায় রাশিয়ায় আশ্রয় নিয়েছে।