April 20, 2025 | Sunday | 7:25 PM

আজ ২২ মার্চ থেকেই বাড়ল রান্নার গ্যাসের দাম

0

Todays বাংলা: ২২ মার্চ থেকেই ৫০ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম।
পাঁচ রাজ্যে ভোট মিটতেই একসঙ্গে দাম বাড়ল পেট্রোল এবং ডিজেলের। একবারে পঞ্চাশ টাকা দাম বাড়ল ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের সিলিন্ডারেরও।


কলকাতায় এক লিটার পেট্রোলের দাম ৮৩ পয়সা করে বেড়ে হল ১০৫.৫১ টাকা। এতদিন তা ছিল ১০৪.৬৮ পয়সা। ডিজেলের দামও লিটার পিছু ৮৩ পয়সা বেড়ে কলকাতায় দাম দাঁড়ালো ৯০.৬২ পয়সা।


আর ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু পঞ্চাশ টাকা বেড়ে হল ৯৭৬ টাকা। শুধুমাত্র বাণিজ্যিক ব্যবহারের জন্য প্রয়োজনীয় রান্নার গ্যাসের দাম ৮ টাকা কমে হয়েছে ২০৮৭ টাকা।


প্রসঙ্গত উল্লেখ্য, প্রায় তিন মাস পেট্রোল- ডিজেলের দাম অপরিবর্তিত ছিল। বিশেষজ্ঞরা অনেকেই বলেছিলেন, পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের জন্যই তেলের মূল্যবৃদ্ধিতে লাগাম টানা হয়েছিল।

এমন কি, রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি সত্ত্বেও ভারতে জ্বালানির দাম বাড়ানো হয়নি। কিন্তু দাম যে বাড়বে সেই আশঙ্কা ছিলই।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *