আলিপুরদুয়ার চা শ্রমিকদের জন্য জনকল্যানমুখি প্রকল্পের ঘোষনা করলেন মুখ্যমন্ত্রী
TODAYS বাংলা: আজকে আলিপুরদুয়ার চা শ্রমিকদের সাথে থেকে অনেকগুলি জনকল্যানমুখি প্রকল্পের ঘোষনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।আজ সকালে আলিপুরদুয়ারের চা শ্রমিকদের জন্য জনকল্যানমুখি প্রকল্পের সূচনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জানালেন প্রত্যেক মানুষের জীবনে মৌলিক অধিকার থাকে।আর আমরা সেই অধিকার প্রদান করতে দায়বদ্ধ।চা শ্রমিকদের ছেলেমেয়েদের এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সাইকেল তুলে দেন।

মুখ্যমন্ত্রী জানান ওরা যাতে একটু আনন্দ পায় সেটা দেখাও আমাদের কর্তব্য। এদিন মুখ্যমন্ত্রী জানান শিক্ষা, সাস্থ্য এবং বাসস্থান প্রত্যেকেরই জীবনের একান্ত অধিকার।আর আমরা সেই অধিকার তুলে দেব। কোন চা শ্রমিক যদি অসুস্থ হয়ে পড়ে তার যাতে পর্যাপ্ত চিকিৎসা হয় সেটা আমরা দেখব। তার যাতে বাস করবার জায়গা থাকে সেটাও দেখবার দায়িত্ব আমাদের।এই সব চা শ্রমিকেরা একেবারেই সরল এবং সাদাসিধে তাই ওরা চাইবে না কিছুই ওদের করে দিতে হবে। হাসিমারাতেও মুখ্যমন্ত্রী অনেকক্ষন সময় কাটান চা শ্রমিকদের সাথে। মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন ভাইপো অভিষেক বন্দোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী অনেকক্ষন আলিপুরদুয়ারের স্থানীয় অধিবাসীদের নৃত্য দেখেন। মুখ্যমন্ত্রী প্রশংসা করেন সমস্ত অধিবাসী নৃত্য শিল্পীদের। মুখ্যমন্ত্রী জানান ওদের নাচ দেখতে আমি ভালোবাসী। মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ারে বিভিন্ন ঠিকা শ্রমিকদের কাজের ব্যাপারেও খোজখবর নেন। কে কিরকম অসুবিধা নিয়ে বাস করছে সেটাও খোজ করেন মুখ্যমন্ত্রী।এদিন সাংবাদিকদের মুখ্যমন্ত্রী জানান দিদির দূত হিসাবে যারা যারা যাবেন তাদের প্রত্যেকের দায়িত্ব থাকবে প্রত্যেক মানুষের সমস্যা খুজে নিয়ে সেই সমস্যার সমাধান করা। আমি নিজে খোজ নেব কে কি পেল কি পেল না। মুখ্যমন্ত্রী জানান পশ্চিমবঙ্গের মানুষ যাতে সব প্রকল্পের সূযোগ এবং সুবিধা পান সেটা দেখবে রাজ্য সরকার।