April 21, 2025 | Monday | 12:30 PM

ইউটিউব চ্যানেলের স্টুডিও তৈরি করলো সংসদ

0

নিজস্ব ইউটিউব চ্যানেলের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তৈরি করছে নিজস্ব স্টুডিয়ো। সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘‘স্টুডিয়ো তৈরি হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সল্টলেক অফিসেই। শিক্ষামূলক নানা আলোচনা থেকে শুরু করে বিশেষজ্ঞ শিক্ষকদের মাধ্যমে পড়ুয়াদের ক্লাসের জন্য প্রয়োজনীয় শুটিংও হবে সেখানেই। কোনও পড়ুয়া কোনও ক্লাস লাইভ দেখতে না পেলে পরে ইউটিউবে রেকর্ডিং-ও দেখে নিতে পারবে। ফেসবুক পেজেও ভিডিয়ো আপলোড করা হবে।’’

করোনার সময়ে যখন মাসের পর মাস স্কুল বন্ধ ছিল, তখন এ রকমই কিছু ক্লাসের ব্যবস্থা করেছিল শিক্ষা দফতর। সেই সব ক্লাস হত বেসরকারি টিভি চ্যানেলগুলিতে। সংসদ কর্তাদের মতে, ওই সমস্ত ক্লাসে উপকৃত হয়েছিল বহু পড়ুয়া। তখন নিজেদের স্টুডিয়ো ছিল না। থাকলে হয়তো আরও বেশি ক্লাস নেওয়া যেত। তাই এ বার স্টুডিয়োর সঙ্গে এডিটিং ব্যবস্থাও এক ছাদের তলায় থাকবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *