উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর সাথে উন্নয়নমুখী আলোচনায় শিলিগুড়ির মেয়র
TODAYS বাংলা: শিলিগুড়ি পুর নিগম এলাকার সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে এবং বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন হেতু পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী শ্রী উদয়ন গুহ মহাশয়ের সাথে উন্নয়নমুখী আলোচনায় আজ ওনার অফিসে কিছুক্ষন কাটালেন মেয়র গৌতম দেব। দুজনেই বেশ কয়েক ঘন্টা আলোচনা করেন শিলিগুড়ির উন্নয়ন নিয়ে। মেয়র জানান তিনি বেশকিছু নতুন প্রকল্পের কথা জানিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে। উদয়ন গুহ নিজেও মেয়রের এই কথা শুনে মেয়রের কথায় রাজী হয়েছেন।

মেয়র জানান শিলিগুড়িতে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সাথে কাধে কাধ মিলিয়ে এগিয়ে যাবে শিলিগুড়ি পুরসভা। এর জন্য যে অর্থ ব্যায় হবে সেটাও বহন করবেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। শিলিগুড়িকে আপাতত Smart city করে তুলতে সমানে সমানে সহায়তা করে যাবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এবং শিলিগুড়ি পুরসভা। মেয়র আরো জানান তিনি আবার আসবেন এবং শিলিগুড়ির উন্নয়নের কথা তুলে ধরবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর কাছে।