উত্তর দিনাজপুর: রবিবার ভারত সেবাশ্রম সংঘের স্কুলে আগুন, শিশুরা রক্ষা পেল
TODAYS বাংলা: উত্তর দিনাজপুর জেলার ডালখোলায় ভারত সেবাশ্রম সংঘ (বাসস) পরিচালিত একটি প্রাথমিক বিদ্যালয় রবিবার আগুনে পুড়ে গেছে।
দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
সূত্র জানায়, বহু বছর ধরে ডালখোলার কলেজপাড়ায় বাংলা মাধ্যমিক প্রাথমিক বিদ্যালয় স্বামী প্রণবানন্দ বিদ্যা মন্দির পরিচালনা করে আসছে বাসস। এখন পর্যন্ত, প্রতিষ্ঠানটিতে 160 জন শিক্ষার্থী রয়েছে যাদের নার্সারি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত ক্লাস রয়েছে।
রোববার সকালে কয়েকজন বাসিন্দা প্রতিষ্ঠান থেকে ধোঁয়া বের হতে দেখে পার্শ্ববর্তী তাদের মন্দিরে বাস কর্তৃপক্ষকে খবর দেন।
