April 26, 2025 | Saturday | 5:52 PM

এইভাবে গোপালের নিত্য পুজো করুন – উপকার পাবেন

0

ভারতীয় ধর্ম তত্ত্বে বিশেষ কিছু বিধি আছে। সেই নিয়ম মেনে চললে উপাস্য দেবতা খুশি হবেন। বাড়ির ছোট শিশুর মতনই তার যত্ন করা হয়। সকালে ঘুম থেকে ওঠানো থেকে রাতে আবার ঘুম পাড়ানো পর্যন্ত গোপালের সেবা করা হয়। 

  * গরম দুধ খাওয়াবেন –

গোপালকে রাতে ঘুম পাড়ানোর আগে অবশ্যই গরম দুধ খাওয়াবেন। যেহেতু তাকে ছোট শিশুর মতন পুজো করা হয়। তাই তাকে দুধ খাওয়াতে হবে। তবে দুধ খাওয়াবার আগে তাকে কিন্তু কোনও না কোনও কিছু খাওয়াবেন। এরপর আপনি আপনার লাড্ডু গোপালকে বিছানা করে ঘুম পাড়িয়ে দেবেন।

  * গরম পোশাক পরাবেন –

শীতকালে গোপালের বিছানাতে অবশ্যই গরম কাপড় ইত্যাদি রাখবেন। কারণ তার শীতের সময় কিন্তু তাকে শীতের পোশাক পরাতেই হবে। নাহলে সে কিন্তু ঠান্ডায় কষ্ট পাবে। শীতে তাকে ভারী পোশাক অবশ্যই পরাবেন।

  * দুপুরে ঘুম পাড়াবেন – 

রাতে গোপালকে ঘুম পাড়াবার পাশাপাশি দিনের বেলাও কিন্তু ঘুম পাড়াবেন। কারণ ছোট শিশু দিনের বেলা ঘুম পাড়াতে হয়। সেই ক্ষেত্রে গোপালকে যেতেহু আপনি ছোট শিশুর মত পুজো করছেন। সেই ক্ষেত্রে তাকেও দুপুরে ঘুম পাড়াবেন। যখন তাকে ঘুম থেকে তুলবেন অবশ্যই ঘন্টা বা তালি বাজিয়ে ঘুম থেকে তুলবেন।

  * বাড়িতে একা রাখবেন না –

গোপালের পুজো করার সময় এই বিষয়গুলোই মাথায় রাখবেন। বাইরে কোথাও বেড়াতে গেলে গোপালকে একা রেখে যাবেন না। আপনি চাইলে লাড্ডু গোপালকে সঙ্গে করে নিয়ে যেতে পারেন। যদি এটি সম্ভব না হয়, তাহলে গোপালকে কারোর কাছে রেখে দিয়ে তবেই যাবেন। ভুলেও বাড়িতে একা রেখে গোপালকে কোথাও যাবেন না। এতে সে কিন্তু খুব কষ্ট পাবে।

  এই বিধি মেনে চললে গোপাল খুশি হবে। এতে আপনার উপকার বৈ আপকার হবে না।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *