এই তেল দিয়ে চুল হবে ঘন ও নরম, শুধু এভাবে ব্যবহার করতে হবে;
TODAYS বাংলা: বর্তমান সময়ে খারাপ পানির কারণে মানুষের চুল তাড়াতাড়ি সাদা হয়ে যাচ্ছে। সাম্প্রতিক এক রিপোর্টে দাবি করা হয়েছে যে নয়ডার জলে টিডিএসের পরিমাণ বেড়েছে দুই হাজারের বেশি। এ ছাড়া বাজে লাইফস্টাইল ও কেমিক্যাল পণ্যের কারণে চুল পড়া ও পাকা হওয়ার সমস্যা দিন দিন বেড়েই চলেছে। বর্তমান সময়ে 15-20 বছরের যুবকরাও সাদা চুলের সমস্যায় ভুগছেন। এ কারণে অনেক সময় মানুষকে হীনমন্যতার শিকার হতে হয়। সাদা চুল থেকে মুক্তি পেতে চাইলে আয়ুর্বেদিক ওষুধ ভৃঙ্গরাজ ব্যবহার করতে পারেন। এতে রয়েছে ভিটামিন ই, ডি, ম্যাগনেসিয়াম এবং আয়রন, কিন্তু কীভাবে ব্যবহার করবেন সেই পদ্ধতি জেনে নিন।

আপনিও যদি সাদা চুলের সমস্যায় ভুগে থাকেন, তাহলে ভ্রিংরাজ তেল দিয়ে এই সমস্যা দূর করতে পারেন। এমনটা বিশ্বাস করা হয় যে প্রতিদিন এই তেল চুলে লাগালে সাদা চুলের সমস্যা চলে যায়।
ভ্রিংরাজের হেয়ার মাস্কও তৈরি করতে পারেন। এর জন্য জলে ভৃঙ্গরাজ মিশিয়ে পেস্ট তৈরি করুন, তারপর চুলে লাগিয়ে প্রায় ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। মাসে ৬ বার করুন, এতে চুল আবার কালো হতে শুরু করবে।