‘একজন জুনিয়র সাসপেন্ড হলেও আমরা ওপিডি ওয়ার্ক তুলে নেব’ বললেন সিনিয়র চিকিৎসকরা
TODAYS বাংলা: নবান্ন সূত্রে খবর, মমতা বন্দোপাধ্যায় বলেন, জুনিয়র ডাক্তাররা কাজে যোগ না দিলে রাজ্য সরকার ব্য়বস্থা নিতে পারে। আমরা সময় নিচ্ছি। নাহলে নিতে হবে। এর মধ্য়ে জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়েছেন সিনিয়র ডাক্তাররা। রাজ্য সরকার অনমনীয়। আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররাও অনড়। দু’পক্ষই আলোচনার দরজা খোলা বলে জানালেও, জট কাটার কোনও লক্ষণ নেই। বুধবার রাতেও স্বাস্থ্য ভবনের সামনে বসে জুনিয়র ডাক্তাররা। তাঁদের পাশে এসে দাঁড়িয়েছেন বহু সাধারণ মানুষও। চিকিৎসক নারায়ণ বন্দোপাধ্যায় বলেন, ‘সিনিয়ররা সবসময় পাশে আছি। একজন জুনিয়র সাসপেন্ড হলেও আমরা ওপিডি ওয়ার্ক তুলে নেব।’ অন্যদিকে, স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে আমরা সেই রায়কে মান্যতা দেব। মুখ্যমন্ত্রী নেগেটিভ পদক্ষেপ নেননি। মান্যতা দিয়েই অর্ডার ফলো করার পদ্ধতিগত বিষয় দেখছি। এ পরিষেবা রোগীর পরিষেবা। এই যে রাজনীতির উস্কানি, যার জন্য মহান প্রফেশনে এসেছেন তা পালন করুন।’