একদিকে বাংলা বনধ অন্যদিকে বুধবার হল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, কি বার্তা দেবেন মুখ্যমন্ত্রী?
TODAYS বাংলা: মঙ্গলবার ছিল ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযান। আর বুধবার হল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। প্রতিবছর এই দিনটাতে বাংলার মুখ্যমন্ত্রী ভাষণ দেন ছাত্র সমাজের উদ্দেশে। তবে এবার পরিপ্রেক্ষিত একটু অন্যরকম। কারণ আরজি করের ঘটনা।এবার ২৮ শে অগস্টের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কী বার্তা দেন সেটাও দেখার।
বুধবার ১২ ঘণ্টার বাংলার বনধ। বিজেপি এই বনধের ডাক দিয়েছে। আর সেদিনই টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে বক্তব্য রাখবেন মমতা-অভিষেক। তবে আজকে তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে সরাসরি কোনও সংঘাতে যেতে চাইছে না বিজেপি।