এগারটি ওয়ার্ডকে বিপদ্জনক ঘোষনা করেছে শিলিগুড়ির পুরসভা
TODAYS বাংলা: এগারটি ওয়ার্ডকে বিপদ্জনক ঘোষনা করেছে পুরসভা।তাই আজকে শিলিগুড়ি পুরসভাতে জরুরী বৈঠক ডাকল বোর্ড। আজ বোর্ডের জরুরী বৈঠক ডেকে মেয়র ঘোষনা করেন কাউন্সিলারদের এগিয়ে আসতে হবে সবার আগে। কারন মানুষ প্রচণ্ডভাবে ভীত ডেঙ্গুকে ছড়ানো নিয়ে। প্রচণ্ডভাবে ক্ষুদ্ব সাধারন মানুষ। সবার মুখে একই কথা দিনের পর দিন প্রচণ্ডভাবে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু অথচ কাউন্সিলারেরা কিছুই করছেন না এক উদ্বোধন করা ছাড়া।

ফগিং করা প্রচণ্ডভাবে জরুরী অথচ সব কাউন্সিলারেরা উদাসীন।দুদিন আগে মেয়র দু দিন দু নম্বর বোরোকে চরম ভৎর্সনা করে নিজেই কোদাল নিয়ে নেমে পড়বেন বলে জানিয়েছেন। এদিন মেয়র জানান মানুষ প্রচণ্ডভাবে আতঙ্কিত, কোন সাড়া পাচ্ছে না পুরসভা থেকে। অবিলম্বে মানুষের মন থেকে আতঙ্ক দুর করতে হবে বলে জানান মেয়র।মেয়র নির্দেশ দিয়েছেন প্রতিটি ওয়ার্ডে ডেঙ্গুর বিরুদ্ধে লড়বার জন্য একটি কমিটি গঠন করতে হবে,যেখানে রাখতে হবে ওয়ার্ড কমিটির সদস্য সহ club সদস্যদেরও। মেয়রের কথা সমর্থন করে ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানান কবে শীত আসবে তার অপেক্ষায় না থেকে নিজেদেরই ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই করতে হবে। যদিও বিরোধী দলের কাউন্সিলারেরা এই ডেঙ্গুর বৃদ্বির জন্য তৃণমূল কংগ্রেসকেই দায়ী করেন। তবে মেয়র জানান ডেঙ্গু অনেকটাই নিয়ন্ত্রনে। এখন আমাদের সতর্ক হয়ে কাজ করতে হবে। যেসব ওয়ার্ডকে স্পর্শকাতর ঘোষনা করা হয়েছে মেয়র তাদের আলাদাকরে সতর্ক করে দিয়ে জানান,আগামী প্রসতুতি নিয়ে কাজ করতে হবে নাহলে অবস্থা ভয়ানক হবে।